আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

২০২১ সালে পাওয়া যাবে করোনার আরও নতুন ধরন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৭ ১৪:১১:০১

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতি এই ভাইরাসের বিভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের শীর্ষ বিজ্ঞানী প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড সতর্ক করে বলেছেন, এ বছর প্রাণঘাতী করোনাভাইরাসের অনেক নতুন ধরন পাওয়া যাবে। শনিবার তিনি এই সতর্কবার্তা দেন।

অ্যান্ড্রু পোলার্ড বলেন, ‘২০২১ সালে আমরা নতুন অনেক ধরনের করোনা দেখতে যাচ্ছি। আমাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে।’

নতুন ধরণের করোনা খুব দ্রুত শনাক্ত হচ্ছে জানিয়ে পোলার্ড আরও বলেন, ‘নতুন ভ্যাকসিনের প্রয়োজন হলেও আশা করছি আমরা খুব দ্রুত এর বিরুদ্ধে লড়াই করতে পারবো। ’
এর ব্রিটেনের কর্তৃপক্ষের জানিয়েছে, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তা বেশি সংক্রামক হলেও বেশি বিপজ্জনক নয় ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০২১/ ডেস্ক/মিআচৌ-২০

শেয়ার করুন

আপনার মতামত দিন