আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সশস্ত্র বিক্ষোভের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই সতর্কতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৭ ২১:২১:৩৬

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবারের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং ডিসট্রিক্ট অব কলম্বিয়া (ডিসি) ছুটির দিনেও সতর্ক অবস্থানে রয়েছে। গেল সপ্তাহের ভয়াবহ সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে ন্যাশনাল গার্ড বাহিনীকে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে।

এফবিআই আগেই সতর্ক করেছে যে, ট্রাম্প সমর্থকরা ৫০টি রাজ্যে সশস্ত্র সমাবেশ করতে পারে। এই কঠোর নিরাপত্তার মধ্যেই গত শুক্রবার ডিসি থেকে এক অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেফতার করায় নতুন শঙ্কা তৈরি হয়েছে। বাইডেনের শপথ সামনে রেখে প্রশাসন ওয়াশিংটনে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এই আটকের ঘটনা ঘটলো।

আগামী ২০ জানুয়ারি ঘিরে বিক্ষোভ হতে পারে বলে আগেই আশঙ্কা তৈরি হয়, কারণ ট্রাম্পপন্থী ও ডানপন্থী অনলাইন নেটওয়ার্কগুলোর পোস্টে এই দিনেই সশস্ত্র বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। পরে কঠোর নিরাপত্তার দিকটি উল্লেখ করে কিছু মিলিশিয়া তাদের অনুসারীদের উপস্থিত না হওয়ার জন্য বলেছে।



সিলেটভিউ২৪ডটকম / ওয়ান ইন্ডিয়া / জিএসি-২১

শেয়ার করুন

আপনার মতামত দিন