Sylhet View 24 PRINT

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ছাড়াল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২২ ১০:৫১:২৬

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮০‌ লাখ ৬০ হাজার ৯৯ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ২০ লাখ ৯৮ হাজার ৪৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৪ লাখ ৪৮ হাজার ৭৯৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ২৮৫ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২০০ জন। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.