আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ভারতে নতুন করে ১৩ হাজার করোনা রোগী শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ১৩:০৯:৪৬

সিলেটভিউ ডেস্ক :: ভারত নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রবিবার এই সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৯। সেই তুলনায় সোমবারের সংক্রমণ বেশ খানিকটা নিম্নমুখী।

এছাড়া গত ২৮ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ১৩১ জন, রবিবার যা ছিল ১৫৫। এদিনও দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার সামান্য বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লাখ ৮৪ হাজার ১৮২ জন।
এছাড়া করোনায় ভারতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৭০ জনের। আর করোনার কবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ কোটি ৩ লাখ ৩০ হাজার ৮৪ জন।

সূত্র : সংবাদ প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-১৫

শেয়ার করুন

আপনার মতামত দিন