আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

ইউরোপে এযাবৎকালের সবচেয়ে বড় মাদকের চালান জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৫ ১২:০০:০৯

সিলেটভিউ ডেস্ক :: ইউরোপে বুধবার পৃথক অভিযানে রেকর্ড ২৩ টন কোকেইন জব্দ করা হয়েছে, পাচারকৃত এযাবৎকালের সবচেয়ে বড় মাদকের চালান।

গত ১২ ফেব্রুয়ারি থেকে চোরাকারবারীদের ওপর গোপনে নজর রাখছিল জার্মানি। অবশেষে হামবুর্গ বিমানবন্দরে কন্টেইনার থেকে ১৬ টন কোকেইন উদ্ধার করে জার্মান শুল্ক বিভাগ। প্যারাগুয়ে থেকে মাদকের চালানটি সেদেশে পৌঁছায়।

একইদিন, কোকেইনের আরেকটি বড় চালান জব্দ হয় বেলজিয়ামে। সেখানে উদ্ধার হয় ৭ টনের বেশি কোকেইন। চোরাকারবারের সাথে জড়িত একজনকে গ্রেফতার দেখানো হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক হাজার কোটি ইউরো। সূত্র: ডয়েচে ভেলে, ভয়েস অব আমেরিকা

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১৩

শেয়ার করুন

আপনার মতামত দিন