আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হজ্ব করতে টিকা নেওয়া বাধ্যতামূলক : সৌদি আরব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ১৯:৫০:১৪

সিলেটভিউ ডেস্ক :: সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া হাজীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। যে সব ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিবেন না, তারা হজ্ব পালন করতে অনুমতি পাবেন না। এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছিল।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যারা ২০২১ সালে হজ্ব পালন করতে চান তাদেরকে টিকা নিতে হবে। কারণ, এটা মানবজাতির জন্য যেমন উত্তম তেমনি অন্য হজ্ব পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে। একটি করোনার টিকাদান কমিটিও গঠন করা হয়েছে যারা পবিত্র স্থানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে। করোনা টিকা না নিলে কাউকে হজ্ব পালন করতে দেওয়া হবে না।




সিলেটভিউ২৪ডটকম/ দ্যা ইসলামিক ইনফরমেশন, আরব নিউজ /জিএসি-১৫

শেয়ার করুন

আপনার মতামত দিন