আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাষ্ট্র উইগুর গণহত্যা নিয়ে জবাবদিহিতা দিতে বাধ্য করবে চীনকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৮:৫৬:১০

সিলেটভিউ ডেস্ক :: উইগুর গণহত্যা নিয়ে মুখ খুলতে চীনকে বাধ্য করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি উইগুর সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ক্যাম্পেইন ফর উইগুরস (সিএফইউ) এর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পেলোসি দৃঢ়ভাবে বলেন, ‘যদি আমরা বাণিজ্যিক স্বার্থের কারণে চীনকে মানবাধিকারের বিষয়ে স্পষ্টভাবে কথা বলাতে না পারি, তাহলে বিশ্বের যে কোন জায়গার মানবাধিকার নিয়ে কথার বলার নৈতিক কর্তৃত্ব আমরা হারিয়ে ফেলবো। চীনে চলমান মানবাধিকার লঙ্ঘনের এ গণহত্যা নিয়ে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের।’

উইগুরদের বর্তমান অবস্থা কী এবং এ গণহত্যা বন্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয় সভায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উইগুর গণহত্যা নিয়ে কথা বলেছেন এবং চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

এছাড়াও, মানবাধিকার বিষয়টি নিয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় ওয়ার্ল্ড উইগুর কংগ্রেসের মহাপরিদর্শক আবদুলহাকিম ইদ্রিস যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন।




সিলেটভিউ২৪ডটকম/ বিডি প্রতিদিন /জিএসি-০২

শেয়ার করুন

আপনার মতামত দিন