আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

উত্তর কোরিয়ার দুরাবস্থা নিয়ে যা বললেন কিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৮ ২০:০৬:০৭

সিলেটভিউ ডেস্ক :: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ভাঙবেন তবু মচকাবেন না। তবে এবার ভিন্ন দেখা গেল তার। কেননা সেই তিনিও প্রকাশ্যে স্বীকার করে নিলেন, তার দেশের অর্থনৈতিক দুরাবস্থার কথা। তিনি বলেছেন, দেশের অর্থনীতি এখন সব চেয়ে খারাপ অবস্থায়।

দেশটির রাজধানীতে এক বৈঠকে মিলিত হয়ে কিম এ কথা বলেন। তার ভাষ্য, দেশ এখন সব চেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কীভাবে এই অবস্থা থেকে দেশকে টেনে তোলা যায়, দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়েও আলোচনা করেন ওই বৈঠকে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে বিশ্বের আর পাঁচটা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন কিম জং। কিন্তু তার ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন।



সিলেটভিউ২৪ডটকম/ জি নিউজ / জিএসি-১২

শেয়ার করুন

আপনার মতামত দিন