আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল মার্কিন দুই কংগ্রেসম্যান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১০ ২০:৩৩:১৫

সিলেটভিউ ডেস্ক :: আমেরিকার বিরোধী রিপাবলিকান দলের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান ফিলিস্তিদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রস্তাবিত সাহায্য তহবিল আটকে দিয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন এই অর্থ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠাতে চেয়েছিলেন।
মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সদস্য জেমস রিশ এবং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল সাড়ে সাত কোটি ডলারের তহবিল আটকে দেন। ফিলিস্তিনি জনগণের উন্নয়নের জন্য ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্যা হিল’ পত্রিকা গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে।

চরম ইসরায়েলপন্থী নীতি অনুসরণের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফিলিস্তিনিদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট ২৩ কোটি ৫০ লাখ ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেয়া সাড়ে সাত কোটি ডলার তারই অংশ।


সিলেটভিউ২৪ডটকম/ বিডি-প্রতিদিন / জিএসি-০৮

শেয়ার করুন

আপনার মতামত দিন