আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফের গ্রেফতার সেই কুখ্যাত অস্ত্রপাচারকারী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-২৩ ০৩:০৯:৪৯

সিলেটভিউ ডেস্ক :: ফের গ্রেফতার হয়েছেন বিশ্বের অন্যতম বড় অস্ত্র পাচারকারী জোয়াও ফিলিপি বারবিয়ারি। বুধবার রিও থেকে ৯ কিলোমিটার দূরে নিটরোই শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পাঁচ মাস আগে ভুয়া নথি দেখিয়ে তিনি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। বিবিসি এমন খবর দিয়েছে।

সুইমিং পুলের উপকরণের মধ্যে লুকিয়ে যুক্তরাষ্ট্র থেকে শত শত অস্ত্র পাচারকারী দলের অংশ হওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

রিও ডি জেনেরিওয়র কাছে একটি বস্তিতে তার মায়ের বাসায় পাওয়া গেছে এই অস্ত্রপাচারকারীকে।
‘লর্ড অব ওয়েপন’ বা অস্ত্রের ঈশ্বরখ্যাত গং লিডার ফ্রেডেরিক বারবিয়ারির সৎপুত্র তিনি।

অস্ত্রপাচারের অভিযোগে তাকে ২৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২০ সালের নভেম্বরে আদালতের নথি জালিয়াতি করে সুরক্ষিত কারাগার থেকে তিনি বেরিয়ে যান। ওই নথিতে তাকে আগেভাগেই মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান মাওরো সিজার বলেন, এরপর তিনটি ভিন্ন রাজ্যে জোয়াও ফিলিপি বসবাস করেন। কিন্তু তার অর্থ ফুরিয়ে যায়।

মাদকপাচারকারীদের কাছে পাওনা পাঁচ লাখ রিয়াল দাবি করতে রিওতে আসেন তিনি। কিন্তু ইতিমধ্যে পুলিশি নজরদারিতে পড়ে যান।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-২


শেয়ার করুন

আপনার মতামত দিন