আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বেয়াড়া যাত্রীকে বাগে আনতে বিমানেই হাতকড়া!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৯ ০০:৩০:৫১

সাম্প্রতিককালে বিমানে যাত্রীদের অসভ্যতার ঘটনা বেড়ে গেছে। ফলে বিমানের অন্য যাত্রী ও বিমান কর্মীদের সুরক্ষা বিঘ্নিত হয়। এ কারণে অসভ্য যাত্রীর জন্য এবার বিমানেই হাতকড়া রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। খবর এই সময়'র।

যদিও আন্তর্জাতিক বিমানে আগে থেকেই হাতকড়া রাখার ব্যবস্থা আছে। এবার ঘরোয়া বিমানেও একই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতি বিমানে দুটি করে হাতকড়া থাকবে। তবে এই হাতকড়াগুলো প্লাস্টিকের তৈরি বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বানি লোহানি জানিয়েছেন, যে বিমান ও যাত্রীদের সুরক্ষার সঙ্গে কোনো বোঝাপড়া বরদাস্ত করা হবে না। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২ জানুয়ারি মুসকাট থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার বিমানে এয়ারহোস্টেসের শ্লীলতাহানি করে। গত ২১ ডিসেম্বর মুম্বাই-নেওয়ার্ক বিমানে সহযাত্রীর সঙ্গে অসভ্যতা করেন এক যাত্রী। এ ধরনের ঘটনা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন