আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

সুইডেনের রাজপ্রাসাদে 'ভূত' আছে, দাবি রানীর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ০০:০৪:১৬

সুইডেনের রাজপ্রাসাদে ভূত আছে বলে দাবি করেছেন দেশটির রানী সিলভিয়া। তিনি বলেন, এই প্রাসাদের 'ক্ষুদে বন্ধু' অর্থাৎ ভূতদের সাথেই তার বসবাস। এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই।

রাজধানী স্টকহোমের কাছে ১৭শ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে বাস করেন সুইডেনের রাজপরিবার। এটি হচ্ছে রানী সিলভিয়া এবং তার স্বামী রাজা ১৬শ কার্ল গুস্তাফ-এর স্থায়ী বাসভবন। আর এই বাসভবন নিয়ে নতুন তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে দেওয়ার সময় রানী প্রাসাদে ভূতের বসবাসের কথা বলেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে বৃহস্পতিবার দেখানো হবে। খবর বিবিসির।

৭৩ বছর বয়স্ক রানী বলেন, আপনি এটা অনুভব করবেন যে প্রাসাদে আপনি পুরোপুরি একা নন। "তবে এই ভূতেরা খুবই বন্ধুসুলভ। "

রাজা কার্ল গুস্তাফের বোন প্রিন্সেস ক্রিস্টিনাও রানীর কথা সমর্থন করেছেন। তিনি বলেন, প্রাসাদটির ভেতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়।

প্রাসাদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন, সেখানে দর্শকরা যেতে পারেন না। "রাজা-রানীর বন্ধু ভূতেরা সম্ভবত ওখানেই বাস করে। এমন খবর প্রকাশের পর জায়গাটা সৌখিন ভূত শিকারীদের ঘুরে দেখা উচিত বলে একটি স্থানীয় অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন