আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জামাতাকে শীর্ষ উপদেষ্টা বানালেন ট্রাম্প!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ১২:৪৬:৪৬

জ্যারেড কুশনার ও ইভাঙ্কা ট্রাম্প দম্পতি। রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারকে তার অন্যতম শীর্ষ উপদেষ্টা বানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের নতুন এই চাকরিতে কুশনারকে একইসঙ্গে অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি নির্ধারণে কাজ করতে হবে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের স্বামী কুশনার ট্রাম্প শিবিরের নীতি নির্ধারণে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। ৩৫ বছর বয়সী এই ব্যক্তি একজন আবাসন ব্যবসায়ী।

ভোটের প্রচারের দিনগুলোতে তিনি ক্রমশ পরিচিত হয়ে উঠেন ট্রাম্প শিবিরের একজন প্রভাবশালী ব‌্যক্তি হিসেবে। রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়া থেকে শুরু করে ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার করা পর্যন্ত বহুমুখী দায়িত্ব তিনি পালন করেছেন।

কুশনারের এই নিয়োগ ঘোষণার পরপরই আপত্তি তোলে ডেমোক্রেটরা। নেপটিজম (স্বজনপ্রীতি) আইনের উল্লেখ করে এই নিয়োগ ওই আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে তারা।

নিয়োগের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প তার জামাতাকে ‘অসাধারণ সম্পদ’ বলে অভিহিত করেন। কুশনারকে তার প্রশাসনে একটি ‘শীর্ষ নেতৃত্বের ভূমিকায়’ নিয়োগ দিতে পেরে গর্ববোধ করছেন বলে জানান।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ট্রাম্প।

শেয়ার করুন

আপনার মতামত দিন