আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি নেতাদের আহ্বান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১১ ১৪:৩৩:৫৩

সিলেটভিউ ডেস্ক ::    রোহিঙ্গা সংকট সমাধানে আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অরগানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-ওআইসি। রবিবার কাজাখাস্তানের রাজধানী আস্তানায় সংগঠনটির নেতারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়নের ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কাজাখাস্তানের সম্মেলনটি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে হলেও এখানে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু।

এক বিবৃতিতে ওআইসি জানায়, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য তাদের। একইসঙ্গে তাদের উপর চলা সহিংসতা বন্ধেও পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শান্তি বজায় রাখতে মুসলিম দেশগুলোর ঐক্য খুবই জরুরি। তিনি বলেন, ‘আমরা সবাই একমত হয়েছি যে, বিশ্ব শান্তি বজায় রাখতে মুসলিম দেশগুলোর ঐক্য জরুরি। উন্নতি ও স্থিতিশীলতার জন্যই এটা প্রয়োজন।’

৫৭ দেশের জোটের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নিষ্ঠুরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের তদন্তকাজ চালানোর অনুমতি দিতে এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।


সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৭/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন