আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সু চি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ০০:২৬:৩৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের ব্যাপারে বৈশ্বিক সমালোচনার মুখে আগামী সপ্তাহে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চি ভাষণ দেবেন। আজ সু চির মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

১৯ সেপ্টেম্বর তার ভাষণটি টেলিভিশনে সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়িদ রাদ আল হুসেইন গত সোমবার দাবি করেছেন, মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মুসলমান দেশগুলোর জোট ওআইসিসহ সারা বিশ্ব।

শেয়ার করুন

আপনার মতামত দিন