আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বের সুন্দরতম দেশ স্কটল্যান্ড!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ০১:৫২:৩৬

পৃথিবীর সুন্দরতম দেশ কোনটি? আপনার মাথায় প্রথমেই আসতে পারে সুইজারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড বা নরওয়ে। তাহলে আপনার ধারণা ভুল। বিশ্বের সুন্দরতম দেশটির নাম স্কটল্যান্ড।

বিভিন্ন উৎসবে যাঁরা বিদেশ ভ্রমণের কথা ভাবেন, তাঁরা একবার ভেবে দেখতেই পারেন। আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড সম্প্রতি একটি ভোটের ব্যবস্থা করে। বিশ্বের সুন্দরতম দেশের একটি তালিকা তৈরি করে তারা। তাতে ২০টি দেশ, যেখানে পর্যটকরা সবচেয়ে বেশি যান, সেই দেশগুলিকে রাখা হয়। দেখা যায়, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথমে স্কটল্যান্ড।

আবহাওয়া, সাইট সিন, রাস্তা, পর্যটন ব্যবস্থা, সভ্যতা, ঐতিহাসিক গুরুত্ব, বিলাসিতা সব কিছুকেই রাখা হয়েছিল বিচার্য বিষয়ে। বিচার্য সব বিষয়েই একের তকমা পেয়েছে গ্রেট ব্রিটেনের এই দেশ। ৭ নম্বরে রয়েছে ইংল্যান্ড।
পিছনে ফেলে দিয়েছে ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ডের পর্যটকরা বলছেন, স্কটল্যান্ডে বেশির ভাগ দেখার জিনিসই তাদের নিজস্ব, প্রাকৃতিকভাবেই তৈরি। কোনও কৃত্রিমতা নেই।


শেয়ার করুন

আপনার মতামত দিন