আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ইস্টার্ন ব্যাংকে ১৪ হাজার টাকা বেতনে চাকরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১৮:৪৬:৩১

সিলেটভিউ ডেস্ক :: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ‘সেলস এক্সিকিউটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

সেলস এক্সিকিউটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বিক্রয় বিভাগে কাজ করার ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হবে।

বেতন

বেতন ১২০০০-১৪০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া


আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটের (www.ebl.com.bd/career)  মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিডিজবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস


নিয়োগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ছয়টি শূন্য পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

সহকারী প্রকল্প ব্যবস্থাপক (মেকানিক্যাল), সহকারী প্রকল্প ব্যবস্থাপক (সিভিল), সহকারী প্রকল্প ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকল্প ব্যবস্থাপক (আইসিটি), সহকারী প্রকল্প ব্যবস্থাপক, নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা।

পদসংখ্যা

ছয়টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকে  প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ গ্রেড-৯  অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম


আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.rthd.gov.bd, www.mopa.gov.bd, www.dmtcl.gov.bd) ঠিকানায়।  এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদন পাঠানোর ঠিকানা : ব্যবস্থাপক পরিচালক, ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা

আবেদন পাঠানো যাবে আগামী ১৯ মার্চ, ২০১৯ পর্যন্ত।

সূত্র : কালের কণ্ঠ, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন