Sylhet View 24 PRINT

সিলেটের বারাকা পাওয়ার ও সেন্ট্রাল ডেন্টাল কলেজে নিয়োগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৫ ২২:২৮:০১

সিলেটভিউ ডেস্ক :: বারাকা পাওয়ারসহ সিলেটের কয়েকটি প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বারাকা পাওয়ার লিমিটেড

বারাকা পাওয়ার লিমিটেডের ফেঞ্চুগঞ্জস্থ ৫১ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে জরুরী ভিত্তিতে দুইজন নিরাপত্তা কর্মী একজন বাবুর্চি নিয়োগ দেওয়া হবে।

নিরাপত্তা কর্মী

পদের সংখ্যা: ২

যোগ্যতা : নূন্যতম অষ্টম শ্রেণী অথবা সমমান। উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি। সেনাবাহিনী বা অন্যকোন সরকারি বাহিনীতে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বাবুর্চি : ১ জন।

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম শ্রেণী পাশ।

অভিজ্ঞতা
 বাবুর্চি হিসাবে কোন প্রতিষ্ঠানে বা ব্যক্তিগতভাবে অন্তত ৪/৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগহীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ,দুই কপি ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, ১২ মার্চের মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা

উপ-মহাব্যবস্থাপক
(মানব সম্পদ ও প্রশাসন)
বারাকা পাওয়ার লিমিটেড
খয়রুন ভবন, মিরবক্সটুলা, সিলেট-৩১০০।

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে অধ্যক্ষ,  উপাধ্যক্ষ ও কয়েকজন অধ্যাপক / সহযোগী অধ্যাপক/ সহকারী অধ্যাপক/ প্রভাষক নিয়োগ করা হবে। বিভাগগুলো হচ্ছে এনাটমি অ্যান্ড ডেন্টাল এনাটমি, ফিজিওলজী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস, জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজী, প্যাথলজী অ্যান্ড মাইক্রোবায়োলজী, মেডিসিন, সার্জারি, প্যারিও ডেন্টলজী অ্যান্ড ওরাল প্যাথলজী, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, কনজার্ভেটিভ ভেন্টিষ্ট্রি ও অ্যান্ডোটিকস, প্রসথোডনটিকস, অর্থোডনটিকস এবং ডেন্টোফেসিয়াল অর্থোপেডিকস, পেডোডনটিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ।

আগহীদের প্রয়োজনীয় কাগজপত্র ও ৩ কপি ছবিসহ আগামী ১৬ মার্চের মধ্যে সরাসরি বা ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।

ঠিকানা

চেয়ারম্যান/ অধ্যক্ষ
পরিচালনা পরিষদ
সিলেট ডেন্টাল কলেজ
প্লট-১২, ব্লক-ই, মেইনরোড
শাহজালাল উপশহর, সিলেট।

সিলেটভিউ২৪ডটকম/ ৫ ফেব্রুয়ারি ২০১৯/ডেস্ক/এক


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.