Sylhet View 24 PRINT

সিলেটের আল-হারামাইন হাসপাতাল ও ঢাকার কয়েকটি প্রতিষ্ঠানে চাকরীর সুযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৬ ১৭:২৩:২০

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের সুবহানী ঘাটস্থ আল হারামাইন হাসপাতালে জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদসমুহে নিয়োগ দেওয়া হবে।

একাউন্ট্যান্ট  : যেকোন প্রতিষ্ঠিত কোম্পানি একাউন্টিং বা  অডিট ফার্মে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল) একজন। ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।

আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুইকপি ছবি ও অভিজ্ঞতার সনদপত্রের কপিসহ আগামী ১০ মার্চের মধ্যে নি¤œ ঠিকানায় বা মেইলে সরাসরি পাঠাতে হবে।

ঠিকানা

আল-হারামাইন হাসপাতাল প্রাঃলিঃ
সোবহানীঘাট, সিলেট।
email: office.haramainhospital@gmail.com



আইএফআইসি ব্যাংকে ১২ হাজার টাকা বেতনে চাকরী

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটিতে ‘ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন স্কেল

বেতন ১০০০০-১২০০০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ২০ মার্চ, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস



ক্যারিয়ার গড়ুন এসএমসিতে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার/ মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার/ মেডিকেল ইনফরমেশন অফিসার।

যোগ্যতা

এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ আবশ্যক। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

বেতন-ভাতা

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।

ঢাকা হেড অফিস : এসএমসি এন্টারপ্রাইজ, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী সি/এ, ঢাকা-১২১৩।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চ, ২০১৯ মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

সূত্র : জাগোজবস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.