Sylhet View 24 PRINT

চাকরীর সন্ধান পৌঁছে দেওয়ার উদ্যোগ জার্নিমেকারজবস’র

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৩ ০১:১০:২৪

কভিড-১৯ এর কারণে যারা চাকরী হারিয়েছেন, তাদের জন্য Journeymakerjobs চাকরীর সন্ধান পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পাশাপাশি আমাদের দেশেও দুর্ভোগ নিয়ে এসেছে। এ অবস্থায় অনেকেই চাকরী হারিয়েছেন অথবা চাকরী হারানোর আশংকা করছেন। তাই এ ধরনের সমস্যার সম্মুখীন লোকজনকে সহযোগিতার উদ্দেশ্যে Journeymakerjobs সর্বোচ্চ চেষ্টা করবে নিজ নিজ অভিজ্ঞতা অনুযায়ী চাকরীর সন্ধান পৌঁছে দিতে।

তাই আজই আপনি আপনার ব্যাক্তিগত বিবরনী/তথ্য Journeymakerjobs-এ রেজিস্টার করে রাখতে পারেন।

এছাড়া কোন প্রতিষ্ঠান যদি এই চাকরীহারা তালিকা থেকে কাউকে চাকরী দিতে ইচ্ছুক থাকেন সে ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না।

ব্যাক্তিগত বিবরনী দিতে এই লিংকে ক্লিক করুনঃ https://bit.ly/2TGSNHH

উল্লেখ্য, জার্নিমেকারজবস চাকরী প্রত্যাশীদের জন্য কাজ করছে ২০১৫ সালের মার্চ থেকে। এছাড়াও প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন স্টার্টআপ বাংলাদেশে অন্তর্ভুক্ত আছে। এ বছর ১ মার্চ প্রতিষ্ঠানটি ৫ বছরের যাত্রা অতিক্রম করে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.