আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

তিন শতাধিক নিয়োগ সমাজসেবা অধিদপ্তরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-২৭ ০০:৩৫:৫৬

বেশ কিছু পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর। আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট।

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (স্থায়ী) পদে ৭ জন, কম্পিউটার অপারেটর (অস্থায়ী) পদে ১, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্থায়ী) পদে ৭, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী) পদে ২০, নার্স (অস্থায়ী) পদে ৫, ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী) পদে ৮, প্রশিক্ষক (গার্মেন্টস, এমব্রয়ডারি, টেইলারিং, উড নিটিং, জুট ওয়ার্কস, বাটিকস প্রিন্টিং, বিউটিফিকেশন, ক্রিস্টাল ওয়ার্কস) অস্থায়ী পদে ২, প্রশিক্ষক (উড ওয়ার্কস অ্যান্ড উড কারভিং) (অস্থায়ী) পদে ২, প্রশিক্ষক (এনিম্যাল হাসব্রেন্ডি পোলট্রি) অস্থায়ী পদে ১, প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক) অস্থায়ী পদে ২, কেয়ারটেকার (অস্থায়ী) পদে ২, কারিগরি শিক্ষক (অস্থায়ী) পদে ২, শিক্ষক (অস্থায়ী) পদে ২, হিয়ারিং এইড টেকনিশিয়ান (অস্থায়ী) পদে ১, অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক (অস্থায়ী) পদে ১০, শিক্ষক (স্থায়ী) পদে ৬, সহকারী শিক্ষক (রাজস্ব) পদে ১, ধর্মীয় শিক্ষক (স্থায়ী) পদে ১, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্থায়ী) পদে ১, গাড়িচালক (স্থায়ী) পদে ২, ইলেকট্রিশিয়ান-কাম-পাম্প ড্রাইভার (স্থায়ী) ১, কারিগরি প্রশিক্ষক (স্থায়ী) পদে ১৭৮, অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদে ৪, বই বাঁধাইকারী (স্থায়ী) পদে, বার্তাবাহক (স্থায়ী) পদে ১০, বাবুর্চি (স্থায়ী) পদে ৭, সহকারী বাবুর্চি (স্থায়ী) পদে ১, মালি (স্থায়ী) পদে ১, নিরাপত্তা প্রহরী (স্থায়ী) পদে ১৮, পরিচ্ছন্নতাকর্মী (স্থায়ী) পদে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ১৯ জুলাই যুগান্তরের ১৭ ও বাংলাদেশ প্রতিদিনের ৬ পৃষ্ঠায়। পাওয়া যাবে http://bit.ly/2tsPzbY ওয়েবলিংকে। আবেদনের যোগ্যতা, বেতন ও অন্যান্য তথ্য বিস্তারিত পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রাি শুরু হবে ২৭ জুলাই সকাল ১১টা থেকে এবং চলবে ১৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত। http://dss.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা মেনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন দাখিল করার পর Applicants Copy-এর প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরে ইউজার আইডি দিয়ে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ০১ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২২ নম্বর থেকে ৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

পরীক্ষার ফি পরিশোধের জন্য টেলিটক প্রিপেইড নম্বরের মেসেজ অপশনে গিয়ে DSS<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। পরে ফিরতি মেসেজের নির্দেশনা অনুসারে তথ্য প্রদান করলে পদ অনুসারে ফি পরিশোধ হয়ে যাবে।

যা যা লাগবে
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি করপোরেশনের মেয়রের দেওয়া নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসার সত্যায়িত চারিত্রিক সনদ। কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ জমা দিতে হবে।

পরীক্ষা, কখন কোথায়
নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে প্রার্থীকে মেসেজের মাধ্যমে পরীক্ষার সময়, তারিখ ও ভেন্যুর নাম জানিয়ে দেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রার্থী নিজের ইউজার আইডি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

পরীক্ষার প্রস্তুতি
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। তবে সব পদে ব্যবহারিক পরীক্ষা হবে না। অধিদপ্তরের উচ্চমান বিভাগের কর্মকর্তা আবদুর রহমান জানান, পরীক্ষার নম্বর বণ্টন এখনো চূড়ান্ত হয়নি। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে জানা যায়, তৃতীয় শ্রেণির পদের জন্য সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা হয়। ৯০ নম্বর থাকে লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষা হয় ১০ নম্বরে। লিখিত পরীক্ষায় বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানে থাকে ১৫ নম্বর। উত্তীর্ণদের ডাকা হয় মৌখিক পরীক্ষার জন্য। চতুর্থ শ্রেণির পদের জন্য নেওয়া হয় শুধু মৌখিক পরীক্ষা। বরাদ্দ থাকে ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় টিকতে হলে নজর রাখতে হবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতে। থাকতে হবে সাধারণ জ্ঞান। বাংলা ব্যাকরণ থেকে সন্ধিবিচ্ছেদ, সমাস, কারকবিভক্তি, এককথায় প্রকাশ, বাগধারা, সাহিত্য অংশে বিভিন্ন গল্প, কবিতা বা বইয়ের লেখকের নাম ও জীবনী থেকে প্রশ্ন আসে। ইংরেজিতে Grammar অংশে Tense, Parts of speech, verb, Translation, Number, Gender থেকে সাধারণত প্রশ্ন আসে। গণিতে সাধারণত পাটীগণিতের সূত্র, সরল, সুদকষা ও জ্যামিতি থেকে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন থাকে।

যোগাযোগ
সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dss.gov.bd) পাওয়া যাবে প্রয়োজনীয় সব তথ্য। সরাসরি যোগাযোগ : সমাজসেবা ভবন, ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

শেয়ার করুন

আপনার মতামত দিন