আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রেলওয়ে পশ্চিমাঞ্চল নেবে ১৭৭ কর্মী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-০১ ০১:৫১:১৭

টিকিট কালেক্টর ও বুকিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন

লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। টিকিট কালেক্টর (গ্রেড-২) পদে ৮১ জন ও বুকিং সহকারী (গ্রেড-২) পদে নেওয়া হবে ৯৬ জন।

নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে ১৬ অক্টোবরের কালের কণ্ঠে। পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd)।

আবেদনের যোগ্যতা
এইচএসসি বা সমমান হলেই আবেদন করা যাবে। টিকিট কালেক্টর পদের জন্য প্রার্থীর ন্যূনতম উচ্চতা থাকতে হবে ৫ ফুট ৫ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে সাধারণ কোটার প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটা, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। সরকারি, আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে।

আবেদন পদ্ধতি
আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd)। আবেদন ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করে ‘এ ফোর’ সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।

প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি প্রিন্ট করা আবেদন ফরম ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে লাগাতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের (কোড নম্বর ১-৫১৩১-০০০০-২০৩১) মাধ্যমে জমা দেওয়া চালানের মূলকপি, ডাকটিকিটসহ আবেদনকারীর বর্তমান ঠিকানা লেখা দুটি খাম আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। আবেদনপত্র ১৬ নভেম্বরের মধ্যে ‘চিফ পার্সোন্যাল অফিসার/পশ্চিম’, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, রাজশাহী ঠিকানায় পৌঁছাতে হবে। খামের বাম দিকের ওপরের অংশে উল্লেখ করতে হবে পদ ও নিজ জেলার নাম।
পরীক্ষার ধরন

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর চিফ পার্সোনেল অফিসার (পশ্চিম) মো. শহীদুল ইসলাম জানান, আবেদন যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৬০ ও মৌখিক পরীক্ষায় থাকবে ৪০ নম্বর। লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ, কোটা হলে সংশ্লিষ্ট সনদসহ সব সনদের মূলকপি সঙ্গে রাখতে হবে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে নিয়োগ পরীক্ষা হবে।

পরীক্ষার প্রস্তুতি
রাজস্ব খাতে এ দুটি পদে লোকবল নিয়োগ করা হবে। সরকারি অন্যান্য দপ্তরের নিয়োগ পরীক্ষার মতোই লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। বাংলা বিষয়ে বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। সারাংশ, পত্রলিখন, ভাবসম্প্রসারণও থাকতে পারে। ইংরেজি বিষয়ে গ্রামার অংশের মধ্যে আর্টিক্যাল, রাইট ফরম অব ভার্ব, স্পেলিং, চেঞ্জ অব ভার্ব, ট্রান্সফরমেশন অব সেনটেন্স, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং থাকতে পারে।

গণিতে বীজগণিত ও পাটিগণিত অংশ থেকে প্রশ্ন করা হয়। এসব বিষয়ের প্রস্তুতির জন্য পড়তে হবে ষষ্ঠ-দশম শ্রেণির বোর্ড বই। সাধারণ জ্ঞান বিষয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়।

মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজের সম্পর্কে প্রশ্ন করা হয়। সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন করা হতে পারে। টিকিট কালেক্টর পদের জন্য দেখা হবে শারীরিক যোগ্যতা।

বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৯৭০০-২৩৪৯০ টাকা স্কেলে মাসিক বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। 

শেয়ার করুন

আপনার মতামত দিন