আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে কথা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১১ ০১:০৬:৩৪

আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা। প্রতিফলিত হচ্ছে শীতের আগমনী বার্তা।

শীতের সময় যারা প্রায়ই সর্দি-কাশিসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয় তাদের একটি বড় অংশেরই অ্যালার্জি জাতীয়  সমস্যা থাকে। আমরা মেডিকেলের পরিভাষায় একে অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি। সাধারণত যাদের এ অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থাকে তারা কম বেশি সবাই শীতকালে বিশেষ করে শীতের শুরুর দিকে ও শীতের শেষের দিকে এ রোগটিতে বেশি আক্রান্ত হয়ে থাকেন। অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে নাসারন্ধ্রের ভিতরের ঝিল্লির একটি প্রদাহজনিত রোগ, যা কোনো বিশেষ পরিবেশে যেমন ঠাণ্ডা, ধোঁয়া বা ধুলাবালি ইত্যাদির কারণে হয়। এ রোগের প্রধান কয়েকটি লক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাক দিয়ে পানি পড়া, অতিরিক্ত হাঁচি হওয়া, নাক বন্ধ থাকা, মাথাব্যথা বা মাথা ভার হয়ে থাকা ইত্যাদি। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে শীতকালে এ ধরনের সমস্যা বেশি হলেও কারও কারও সারা বছরই এ সমস্যাগুলো রয়ে যায়, বিশেষ করে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। আসলে অ্যালার্জি কখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বরং যে যে পরিস্থিতিতে অ্যালার্জির উদ্ভব হতে পারে তা এড়িয়ে চলতে হবে। এ রোগে সাধারণত নাকের ভিতরে মাংস যা আমরা টারবিনেট বলে থাকি তা ফুলে উঠে এবং নাকের কোনো এক পাশ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া যাদের নাকের ভিতরের মধ্যখানের হাড্ডি বাঁকা থাকে তাদেরও এ ধরনের নাক বন্ধের অনুভূতি হতে পারে, পাশাপাশি নাক দিয়ে পানি পড়া ও হাঁচি হয়। নাকের ভিতরের মাংস ফুলে উঠাকে অনেকে বলে নাকের পলিপাস যা আসলে ঠিক নয়। নাকের ভিতরের পলিপ আর একটি উপসর্গ যা অ্যালার্জিক রাইনাইটিসের সঙ্গেও হতে পারে। অ্যালার্জিক রাইনাইটিস রোগের চিকিৎসার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতিরোধই প্রতিকারের চেয়ে উত্তম। এ জন্য যাদের যে বিশেষ কারণে এ ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে যেমন অতিরিক্ত ঠাণ্ডা (ঠাণ্ডা পরিবেশ, ঠাণ্ডা পানীয় বা আইসক্রিম জাতীয় খাবার), ধুলাবালি, স্যাঁতসেঁতে পরিবেশ, অতিরিক্ত ধোঁয়া বা অ্যালার্জির উদ্রেক করে এমন গন্ধ ইত্যাদি এড়িয়ে চলতে হবে। এছাড়া এ রোগের চিকিৎসার জন্য নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বিভিন্ন এন্টি হিস্টামিন জাতীয় ওষুধ ও তার সঙ্গে স্বল্প সময়ের জন্য নাকের ড্রপ ও দীর্ঘ সময়ের জন্য নাকের স্টেরয়েড স্প্রে নেওয়া যেতে পারে। এ সব ওষুধ অ্যালার্জিক রাইনাইটিস রোগের জন্য খুবই কার্যকরী তবে তা অবশ্যই নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তবে মনে রাখতে হবে যে ওষুধের পাশাপাশি অ্যালার্জির উদ্রেক করে এমন পরিবেশ বা খাবার যা আমি আগেই উল্লেখ করেছি তা এড়ানোই হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসের সর্বোত্তম চিকিৎসা। তাই শীতের সময় এসব নিয়ে সচেতন হতে হবে।

ডা. সৈয়দ ফারহান আলী রাজিব
সহযোগী অধ্যাপক, হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশন, মেডিনোভা, মালিবাগ, ঢাকা।

শেয়ার করুন

আপনার মতামত দিন