আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

পিছনের পকেটে মানি ব্যাগ রাখলে হতে পারে বড় বিপদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-০৬ ০১:১৭:০৪

মানিব্যাগে আজকাল শুধু টাকা থাকে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মতো প্লাস্টিক কার্ড কিংবা জরুরি ভিজিটিং কার্ড, সব মিলিয়ে মানি ব্যাগ একদম ঠাসাঠাসি। তবে সেই পেটমোটা মানি ব্যাগ পিছনের পকেটে ভরে দীর্ঘক্ষণ বসে থাকা মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের। ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মানিব্যাগ হিপ পকেটে নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলে পিঠ, ঘাড়, নিতম্বে খুব বিশ্রী প্রভাব পড়ে। নিউ ইয়র্কের এক মেরুদণ্ড বিশেষজ্ঞ আর্নি অ্যাংরিস্ট জানিয়েছেন এমনটাই।

জানা গিয়েছে, এ ভাবে চলতে থাকলে একের পরে এক নার্ভ অকেজো হয়ে যেতে থাকে। ক্ষতি হতে থাকে পেশিরও। যার শেষ পরিণতি হল পক্ষাঘাত। সুতরাং মানিব্যাগ হিপ পকেটে দীর্ঘক্ষণ রাখা থেকে বিরত হোন। অন্যথায় ডেকে আনবেন বিপদ।

শেয়ার করুন

আপনার মতামত দিন