আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সন্তানের নাম রাখার আগে যে ৫ বিষয় জানা জরুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-০৫ ২০:৫৩:১৪

সিলেটভিউ ডেস্ক :: সন্তান পৃথিবীতে আসার আগেই তাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে বাবা-মায়ের। আর বাবা-মায়ের স্বপ্নের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখাটাও জরুরি। সন্তানের একটি সুন্দর ও অর্থপূর্ণ নাম রাখা তার ভবিষ্যতের জন্য খুবই জরুরি।

গর্ভধারণের ন’মাস থেকে শুরু হয় সন্তানের নাম কী হবে, তা নিয়ে গবেষণা। আসুন জেনে নেই সন্তানের নাম রাখার আগে যে সব বিষয় খেয়াল রাখা জরুরি।

১. নাম রাখার আগে উচ্চারণের দিকে নজর দিতে হবে। নামটি কাগজে লিখুন। তারপর আত্মীয় ও বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসা করুন। সেটি তারা উচ্চারণ করতে পারে কিনা। যদি পারে, তাহলে আপনি ষোলোআনা সফল।

২. যে নামটা রাখতে চান, সেটি সবাইকে শোনান। যদি নাম শুনে সবাই পছন্দ করে তাহলে ঠিক আছে।

৩. সন্তানকে কি নামে ডাকবেন তা ঠিক করুন। অনেক সময় দেখা যায় আসল নামটি কাটছাঁট করে অনেকে ছোট করে নেয়।তা করবেন না।

৪.সন্তানের নাম রাখার আগে অবশ্যই ভালো একটি নাম বাছাই করুন। যেন ওই নামের সুন্দর একটি অর্থ থাকে। বাংলায়, ইংরেজি, হিন্দিসহ যে কোনো ভাষাতেই যেন ওই নামের মানে থাকে।

৫. চেষ্টা করুন আপনার সন্তানের নাম যেন হয় ইউনিক। আপনি নিশ্চয়ই চাইবেন আপনার সন্তানের নাম সবার থেকে আলাদা আর সুন্দর হোক।

সৌজন্যে : সংবাদ প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/৫ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন