Sylhet View 24 PRINT

লাভ ম্যারেজ করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১৮ ১৭:৫৯:৩৩

সিলেটভিউ ডেস্ক :: একটা সময় ছিল যখন বাবা-মায়ের পছন্দে বেশিরভাগ ছেলেমেয়ে বিয়ে করতেন। তবে এখন আর তেমনটি দেখা যায় না। এখন অনেক ছেলেমেয়ে লাভ ম্যারেজ করে থাকেন।

তবে লাভ ম্যারেজ করা দম্পতিদের বিয়ের আগে অনেক সমস্যায় পড়তে হয়। তাই কিছু বিষয় জানা থাকলে তা উভয়ের জন্য মঙ্গল হতে পারে।

আসুন জেনে নিই লাভ ম্যারেজের ক্ষেত্রে যেসব বিষয় জানা জরুরি-


১. বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতি লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি ছেলে ও মেয়ের জাতি আলাদা হয় এবং উভয়েই ভিন্ন জায়গায় বসবাস করে, তবে সে ক্ষেত্রে কিছু বাধা আসে।
এমন পরিস্থিতিতে উভয়েরই উচিত একে অপরের পাশাপাশি উভয়ের পরিবারকেও সমানভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা।

২. বিয়ের পর দুজনেরই উচিত পরিবারের অন্য সদস্যদের যত্ন নেয়া, সবার সঙ্গে মানিয়ে চলা।

৩. ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন দুটি মানুষ যখন তাদের গোটা জীবনটা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয়, তখন তাদের এই পথে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়।

৪. সম্পর্ক ও বিবাহিত জীবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই ধৈর্য ধরার পাশাপাশি প্রতিটি পদক্ষেপে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।

৫. অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ, ইচ্ছা না করলেও আপনাকে অনেক কিছু মানিয়ে নিতে হবে।

৬. একে অপরের সংস্কৃতি বোঝার চেষ্টা করুন। এবং উভয়ই আলাদা আলাদা দেশের হওয়ার জন্য দুজনেরই সংস্কৃতিতে ভিন্নতা দেখা দেয়। আপনি যদি এমন কাউকে বিয়ে করেন, তবে তার সংস্কৃতিটিও বোঝার চেষ্টা করুন।

৭. সঙ্গী ও পরিবারের ঐতিহ্য ও রীতিনীতি গ্রহণ করা ভালো। তবে নিজের শিকড়কে কখনই ভুলে যাওয়া উচিত নয়।

৮. সমাজের কথায় কান দেবেন না। কারণ সমাজে লাভ ম্যারেজ সম্পর্কে মানুষের মানসিকতা ভালো নয়।

সৌজন্যে : বোল্ডস্কাই
সিলেটভিউ২৪ডটকম/ ১৮ মার্চ ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.