আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে কভিড সংক্রমণ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-৩০ ১০:৪৩:৪৪

সিলেটভিউ ডেস্ক :: নভেল করোনাভাইরাসের সংক্রমণে টাইপ-১ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। হাইপারটেনশন ডায়াবেটিসের রোগীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি—এমন দাবি আগেই করেছিলেন গবেষকরা। সম্প্রতি ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় সংক্রমিত হলে রোগীদের টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

কভিড সংক্রমণের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক কতটা—এ নিয়ে গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন লন্ডনের কিংস কলেজ, অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন ও সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা। ‘নেচার’ জার্নালেও এ গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সূত্র : দ্য ওয়াল।

সিলেটভিউ২৪ডটকম/৩০ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন