আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

একটু সহানুভূতিই পারে করোনার মানসিক চাপ কমাতে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৬ ২৩:০৮:৫১

সিলেটভিউ ডেস্ক :: দিন দিন বেড়েই চলেছে মহামারি করোনায় আক্রান্ত আর মৃত্যু। এই অবস্থায় বেশ মানসিক চাপের ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের। বিশেষ করে অসুস্থ বয়স্করা রয়েছেন শঙ্কায়। সবার মানসিক চাপ কমাতে প্রয়োজন সচেতনতা ও তাদের প্রতি অন্যদের সহানুভূতি।  এছাড়াও করোনা ভীতি ও মানসিক চাপ দূর করতে:

•    মানসিক চাপ ঝেড়ে ফেলার একটি দুর্দান্ত উপায় শারীরিক পরিশ্রম করা। ঘরের কিছু কাজ নিজে করুন। আর সঙ্গে নিয়মিত হালকা ব্যায়াম  

•    সারাক্ষণ করোনা চিন্তায় থাকবেন না  

•    গভীরভাবে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন প্রতিদিন অন্তত ১০ বার এটা করুন

•    ইতিবাচক চিন্তা করুন, করোনা নিয়ে নেতিবাচক তথ্য এড়িয়ে চলুন  

•    স্ট্রেসের মাত্রা কমাতে সাধারণ চা,কফির পরিবর্তে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি পান করুন


•    ছুটিতেও পরিকল্পনা ও তালিকা করে কাজ করুন। কাজে ব্যস্ত থাকলে অন্য চিন্তা কম আসবে  


•    মানসিক চাপে রাতে ঘুম আসেনা? ঘুম না হলে  ক্লান্ত লাগে আর এভাবে মানুষ মানসিকভাবে আরও ভেঙে পড়ে। রাতে  শোবার আগে গোসল করে নিতে পারেন, গান শুনলেও ঘুম পায়। অবশ্যই হাতের ফোনটি দূরে রাখুন, টিভি বন্ধ করে ঘরের আলো কমিয়ে শুতে যান। তারপরও দুশ্চিন্তায় ঘুম না হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন

•    মানসিক চাপ দূর করতে মাছ-মাংস, বাদাম, শাক-সবজি ও টাটকা ফল খান। সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন

•    করোনা নিয়ে বিশেষজ্ঞ ছাড়া অন্য সবার পরামর্শ শোনার বা মানার যেমন প্রয়োজন নেই, তেমনি সব তথ্যই সত্য বলে ভেবে নেওয়াও বোকামি

•    করোনা প্রতিরোধের নিয়মতগুলো মেনে চলুন। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন আর ঘরে থাকুন

•    ধ্যান কিংবা প্রার্থনা করুন বিষণ্ণতা থেকে সহজেই মুক্তি মিলবে।  



সিলেটভিউ২৪ডটকম/ বাংলা নিউজ / জিএসি-০১

শেয়ার করুন

আপনার মতামত দিন