আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

যে কারণে সনাতন ধর্মে বিয়ের পরদিন 'কালরাত্রি' করা হয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৬ ০০:৩৮:৩৭

বিয়ের দিন শারীরিক কারণে উপোস থাকতে হয়। শুধু তাই নয়, মনের উপরেও মারাত্মক চাপ পড়ে। কাজের পরের দিন যদি রাত্রিবাস হয়, তাহলে শরীরের ওপর আরও বাড়তি চাপ পড়তে পারে। শরীর এবং মনের শান্তি নষ্ট হয়ে যেতে পারে। ফলে দেহ অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। 

মাঝখানে একটা দিন কালরাত্রি পালন করে উভয়ের দেহ এবং মনের বিশ্রাম দেওয়া হয়। যাতে পরদিন নবদম্পতির পরের দিনের জীবন যাত্রা শুভ হয়। কাজেই প্রথাটি যুক্তিযুক্ত।

শেয়ার করুন

আপনার মতামত দিন