আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

অণুগল্প: পাসওয়ার্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-৩০ ১৯:৫৬:৫১

:: পার্থ তালুকদার ::

মফিজ সাহেব তার কোম্পানির সিকিউরিটি স্পেশালিস্টকে ডেকে বললেন- মুক্তার সাহেব, আমি তো কোম্পানির সিকিউরিটি নিয়ে খুবই চিন্তিত। বিচলিত। আপনি জানেন কিছুদিন আগেও দেশের ফাদার ব্যাংক থেকে হ্যাকাররা কয়েকশো কোটি টাকা চুরি করে পালিয়েছে। তাই আপনি এক কাজ করুন। আমাদের কর্মকর্তারা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে কিনা তা একটু যাচাই করে দেখুন।
- জ্বী স্যার। আমি আজকের মধ্যেই তা যাচাই করছি।
- আরেকটা এক কাজ করবেন। পাসওয়ার্ডগুলো আপনি দুইটা ভাগে ভাগ করবেন। মহিলাদের একটা, পুরুষদের একটা।
- জ্বী স্যার।

মফিজ সাহেব পাসওয়ার্ডগুলো নিয়ে বাসায় ফিরলেন। প্রথমেই তিনি পুরুষদের শীটটা বের করলেন। তিনি দেখতে পেলেন ওদের পাসওয়ার্ড মেয়েদের নামে সয়লাব হয়ে আছে। কয়েকজন মেয়ে আছে যারা এই অফিসেই চাকরি করছে। যেমন-
নেহা ১৭, রুপা ১৬, লাভলি লাভ ইউ, মিস ইউ মনিকা, মেরি মি মাহিয়া, ইত্যাদি ইত্যাদি।

এবার তিনি মহিলা কর্মকর্তাদের পাসওয়ার্ড শীট বের করলেন। কিছু পাসওয়ার্ড দেখে তার ঠোঁটে মুচকি হাসির চঞ্চল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন তাদের পাসওয়ার্ডেও ছেলেদের নাম রয়েছে তবে তারা অন্য জগতের। যেমন-
সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, আমির খান।
আরো আছে- লাল শাড়ি, নীল গাউন, নেকলেস, ইত্যাদি।

তবে শেষের পাসওয়ার্ডটা দেখা মাত্রই তার মাথাটা যেন হাজার ভোল্টের বজ্রপাতের আগুনে ঝলসে উঠলো । শরীরটা যেন কাঁপতে শুরু করলো তার। তিনি কর্মকর্তাদের সাথে এমন কোনো বাজে ব্যবহার করেন না যে, কেউ এমন একটা পাসওয়ার্ড দিতে পারে। তিনি তার সিকিউরিটি অফিসারকে ফোন করলেন। জানতে চাইলেন এই পাসওয়ার্ডটা কে ব্যবহার করে। অফিসার জানালো- এটা ম্যাডাম ব্যবহার করেন স্যার।
- ম্যাডাম! কোন ম্যাডাম ?
- স্যরি স্যার, আপনার Wife !

সোনালি ফ্রেমের চশমাটা চোখে দিয়ে তিনি পাসওয়ার্ডটা আবারো পড়ার চেষ্টা করলেন। I hate u mofiz !


শেয়ার করুন

আপনার মতামত দিন