আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বইমেলায় এফ এম শাহীনের "ছোটদের শেখ হাসিনা"

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৪ ১৮:৩৩:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস:: এবার অমর একুশে বইমেলায় আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তরুণ লেখক এফ এম শাহীনের শিশু কিশোর উপযোগী বই "ছোটদের শেখ হাসিনা"। বাংলা জার্নাল থেকে প্রকাশিত বইটি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বইমেলায় পাওয়া যাবে।

লেখক দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে শিশু-কিশোরদের নিয়ে সাংগঠনিকভাবে কাজ করে চলেছেন। বইটি পাঠকদের মন কাড়বে বলে ধারনা করা হচ্ছে। শিশু - কিশোররা জানতে পারবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম আর অর্জনের অজানা সব খুঁটিনাটি বিষয়

বই প্রসঙ্গে লেখক এফ এম শাহীন বলেন, “একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে এই প্রজন্ম চেনে কিন্তু কত কঠিন থেকে কঠিনতর পথ পাড়ি দিয়ে তাঁর বেড়ে উঠা, শৈশব, কৈশোরের জীবন-সংগ্রাম তার কতটুকে জানে তারা ? আমাদের আগামী প্রজন্ম যদি এই বইটির মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে তবে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থকতা পাবে।”

'ছোটদের শেখ হাসিনা' বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে ৩০নম্বর স্টলে।
সিলেটভিউ২৪ডটকম/ ০৪ ফেব্রুয়ারি ২০১৯/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন