Sylhet View 24 PRINT

বই মেলায় মুস্তফা মনওয়ার সুজনের ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৫ ০১:২৮:০৪

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক দেশ বিনির্মাণের পরিকল্পনা করেছিলেন, যে দেশে দুঃখী মানুষের মুখে হাসি হবে চিরস্থায়ী; যে দেশ হবে শোষণমুক্ত৷ বঙ্গবন্ধু গড়তে চেয়েছিলেন সুস্থ-সবল-বৈষম্যহীন উন্নত বাংলাদেশ। তাঁর দর্শন বাস্তবায়ন হলে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। উন্নয়ন হবে টেকসই এবং গণমুখী।

সুষম উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু নগর-গ্রাম এবং ধনী-দরিদ্রের বিস্তর ব্যবধানের লাগাম টেনে ধরেছিলেন। তিনি মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে নিয়েছিলেন বহুমুখী পরিকল্পনা; দিয়েছিলেন নতুন অর্থনীতির বার্তা।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সঙ্গে মিশে আছে অর্থনৈতিক দর্শন। সেখানে উঠে এসেছে দারিদ্র বিমোচন, বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন ও আধুনিক রাষ্ট্র নির্মাণের অর্থনৈতিক মতবাদ। বঙ্গবন্ধুর দর্শন বিশ্বব্যাপী দরিদ্র-নিপীড়িত-বঞ্চিত মানুষের মুক্তির সনদ।

দারিদ্র্য বিমোচন, রাষ্ট্র গঠন এবং টেকসই উন্নয়নে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন, পরিকল্পনা, কর্মসূচি সুনির্দিষ্ট মতবাদ আকারে বিবৃত হয়েছে মুস্তফা মনওয়ার সুজনের ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ’ বইটিতে। অর্থনীতির শিক্ষার্থী ও গবেষক-বিশ্লেষক এবং রাজনীতিকদের জন্য ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ’ উন্নত রাষ্ট্র গঠন ও প্রগতির বিশেষ বার্তাবাহী প্রয়াস।

বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ২২ নম্বর প্যাভিলিয়নে। দাম ৪৫০ টাকা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.