Sylhet View 24 PRINT

সাতই মার্চের ভাষণ: লুৎফর রহমান রিটন-এর ছড়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৬ ২২:১২:৫১











সাতই মার্চের ভাষণ শুনেছো?—‘‘শুঞ্ছি।বড় আছিলো না, সত্রো মিনিট গুঞ্ছি।’’

কী বলে মুজিব? কিছু কি বুঝেছো?— ‘‘বুজ্‌ছি।
তাওভি হালায় একটা ঘোছক খুঁজ্‌ছি!’’

তাঁর তর্জনি-আঙুল দেখেছো?—‘‘দেখ্‌ছি।
তাওভি হালায় মেজরের কথা লেখ্‌ছি।’’

জেনেশুনে এটা কেনো করো তুমি?—‘‘ইচ্ছা।
ছাধীনতা লিয়া বানামু হরেক কিচ্ছা।’’

ইতিহাস নয় সিনেমা-কাহিনি-কল্প
স্বাধীনতা নয় বানোয়াট কোনো গল্প।
ইতিহাস নিয়ে করিও না ষড়যন্ত্র
সাতই মার্চের ভাষণে মুক্তিমন্ত্র...

রচনাকাল/ ০৭ মার্চ ২০১৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.