আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নারী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৯ ১৩:৫২:৪৪

সঞ্জয় দেবনাথ

ইচ্ছায় বাসনায় দুরন্ত কামনায়
ছুটছে দেহে স্বপ্নের ঘোড়া
তুমি নারী আলাদা পৃথিবী
শুধু পুরুষের জন্যে তোমার মখমল শরীর
আঁকিয়েরা এঁকে যায়
লিখিয়েরা লেখে যায়
শুধু তোমাকে জন্মজন্মান্তরে...

নারী তুমি জানো অনেককাল আগে
তোমার হাতের আঙুল কেটে নেয়া হয়েছে
এখন তীর ছুড়ে পুরুষ আপাদমস্তক
প্রাচীরের ভিতর তুমি স্বাধীন
প্রসবের দগ্ধ দহন জ্বালা
বহন করে চলেছো অহর্নিশি
পোয়াতি শরীর নিয়ে তুমি হেঁটে যাও
পুরুষের ঔদ্ধত্যের সাঁকো...

চেয়ে দেখো নারী
তোমার স্তনের বৃন্তে যে নখের আঁচড়
সেটা পুরুষের কোনও পশুর নয়

তুমিতো নারী পুরুষের অলংকারে
বেছে নেবে মানুষ না পুরুষ?
তাও সাধ্যি নাই

কে দেবে তোমায় মুক্তির পথ!
আগুনে পা ডুবিয়ে যারা রটায় শপথ...

শেয়ার করুন

আপনার মতামত দিন