Sylhet View 24 PRINT

বাংলার ফল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৩ ১৭:০৯:২৪

সামিরা আলম

সবুজে শ্যামলে ভরা আমাদের দেশ
প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
ফল-সবজির সমাহার বেশ
এতো বেশি যে, তার নেইকো শেষ।
রয়েছে এদেশে ফল
বৈশাখ-জৈষ্ঠ্যে নামে তার ঢল।
জৈষ্ঠ্য হলো মধু মাস
প্রত্যেক নিঃশ্বাসে পাই ফলের সুবাস।
আম জাম কাঁঠাল লিচু
আছে আরো অনেক কিছু।
ভিন্ন ফলের ভিন্ন ঘ্রাণ,
শুখলে আমার জুড়ায় প্রাণ।
তরমুজ-বেল, পেয়ারা-আনারস
এদেশের ফল যে মানুষকে করে বশ।
আরো রয়েছে ফল, বিদেশী
কিউই, ড্রাগন, স্ট্র্যবেরি।
সারা দেশে রয়েছে ফল ছড়িয়ে
প্রকৃতিকে সাজিয়ে গুছিয়ে।
এ ফল দেখে মনে লাগে দোল
তাইতো এর নাম বাংলা ফল।

*লেখক: সামিরা আলম, ৭ম শ্রেণির শিক্ষার্থী।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.