আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কবিতা: ছোট্ট একটি চাওয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৪ ২০:২২:০৪



ছোট্ট একটি চাওয়া
ড. মোঃ নিজাম উদ্দিন

আমার চাওয়া কি খুব বড় ছিল?
একটু হাসি, একটু বসা পাশাপাশি
একটু খুনসুটি, চিংড়িভাঁজা নুডলস
খুব কি বেশি? বৃষ্টিভেজা বারান্দায় চা
একটু পা'এ লাগানো পা', আঙ্গুলের ছোঁয়া
চোখের কোণে এক পশলা মেঘ
মুছে দেয়া কপালের বিন্দু ঘাম, খুব কি দামি?
হৃদয়ের একটু কম্পন, অদেখা স্বপন
নিতম্বের আহ্লাদ, ধুম্র কফির সুঘ্রাণ
নদীর তীরে বিকেলের এক চিলতে রোদ
ফোনের অপ্রান্তে ছোঁয়া ঠোঁটের শব্দ
অসম্ভব ছিল কি? প্রাণ মেশানো কণ্ঠের দু'লাইন
হেয়ালি মনের খেয়ালী আবেগ, বিশুদ্ধ হাতধরা
না বলা কথার অতৃপ্তি, না জানা ভাষার স্তুতি
অজানা ছিল কি? নির্ঝর রাতের কান্না
আঁধারে ডুকরে উঠা বর্ণমালা, পরিশ্রান্ত মিলনতিথি
দুমড়ে-মুচড়ে যাওয়া অভিমান, অন্যায় ছিল কি?
মানি, এসবের বাইরেও আমার চাওয়া ছিল
অসম্ভব দামি সে চাওয়া, তোমার ওই মন
জাগতিক সবকিছুর চেয়েও দামি, আমার কাছে
যেটা চেয়ে হয়তো ভুলই করেছিলাম
তাই সবটুকুই হারালাম, আত্মাহুতি দিলাম…


@

শেয়ার করুন

আপনার মতামত দিন