আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফাঁসি চাইনা, শাস্তি চাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০২ ২০:৫৩:২৫





ফাঁসি চাইনা, শাস্তি চাই
:: ড. মো. নিজাম উদ্দিন ::
আমি তনু-মিতু বলছি, আমি রাফি-ত্বকী বলছি
আমরা তোমাদের-কেই শুধাচ্ছি
তোমরা কি শুনতে পাচ্ছো আমাদের
আমরা ওপার হতে ডাকছি

তোমরা মিছিল করছো, করছো প্রতিবাদ
আবেগের তোড়ে, করছো প্রতিঘাত
একটু ভাবো তো, যারা আমাদের মেরেছে
তারাতো সর্বোপরি নিজেরাই হেরেছে
হয়েছে নিন্দিত, সমাজে ঘৃণিত
হয়েছে কি ব্যথিত? বিবেকের কাছে লজ্জিত?
তাহলে আবার কেন করছো তাদের পুরস্কৃত?
যারা তোমাদের কাছে, মানব ইতিহাসে ধিকৃত
কেন দিচ্ছ মুক্তি তাদের, কিসের তরে?

আমরা এখানে ভালো আছি
দেখো তোমাদের কতনা কাছাকাছি
যেখানে নেই সন্ত্রাস, নেই মানবরূপি পিশাচ
নেই বেহায়াদের উল্লাস, আছে শুধু প্রশান্তি
যেথা দিনান্তে, সব চলার পথের সমাপ্তি
এখানে না এলে ছোঁয়া হতোনা
তোমাদের ভালোবাসা অফুরান
উচ্চারিত মানবতার জয়গান
এখানে ধনী-গরীব, বর্ণ-গোত্র এর নেই ব্যবচ্ছেদ
জানা অজানা ভাষার নেই কোন ভেদাভেদ

তোমরা চাও যাদের ফাঁসি
কান পেতে শুনো, ওরা করছে হাসাহাসি
আমরা চিন্তিত, আমরা শঙ্কিত
আবারো যদি আসে কাছাকাছি, রয় পাশাপাশি
যে যাতনা পেয়েছি সেথা, আবার কেন দেবে হেথা
ওদের শাস্তি দাও, ওদের রেখে দাও, ওদের বেঁধে রাখো
রাস্তার মোড়ে দাড় করিয়ে থুথু ছিটাও
আমাদের পাওয়া কষ্টের ঝাল মেটাও
ওই পাষণ্ডদের নিলামে উঠাও
যে ক্রেতা সবচেয়ে বীভৎস শাস্তির দাম হাঁকাবে
তার কাছে বিক্রি করে দাও
এক নিলাম থেকে অন্য নিলামে
ওদেরকে ফেরী করে বেড়াও
পৃথিবীতেই নরপশুদের নরক সাজাও

দয়া করে পাঠাবে না এখানে আর
বাড়াতে আমাদের যন্ত্রণা আবার
আছিতো বেশ, সয়েছি যন্ত্রনা অশেষ
আবারো শুধাই- দিও না ওদেরে মুক্তি
মেনে নাও আমাদের এই আকুতি...

@

শেয়ার করুন

আপনার মতামত দিন