Sylhet View 24 PRINT

আগুন হাওয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৩ ১১:১৫:০৪

আগুন হাওয়া
:: মো. মিজাহারুল ইসলাম ::
প্রখর রবির দীপ্ত হাসি- জলে স্থলে অন্তরীক্ষে
তপ্ত বায়ুর উস্কানিতে- আগুন লাগে শস্য বৃক্ষে।

মাটির বুকে ফুঁসছে আগুন- তীব্র দাহের শ্বাস
আগুন ফুঁকেই চলছে হাওয়ার-জাহান্নামী উল্লাস।

ফসল হারা ক্ষেতের মাঠ আজ ধূসর বালুরচর
হাওয়ার স্রোতে ধূসর ধূলো ছুটছে তেপান্তর।

নদীর বক্ষ শুষ্ক মরু- শুভ্র বসন তার
তপ্ত দহে ক্লিষ্ট দেহ - করছে জীবন পার।

পথের বাঁকে বটের তলে- পড়ছেনা আর ছায়া
সবুজ পাতা বিকিয়ে গেছে- শীর্ণ দেহের কায়া।

শীর্ণ ডালে পাখির নীড়ে ক্ষিপ্ত রোদের ভীড়
নীড়ের পাখি নীড় ছেড়েছে- শূন্য পাখির নীড়।

থমকে গেছে জন জীবন- থমকে গেছে প্রহর
আগুন হাওয়ায় ফাগুন আসুক- আসুক জলের নহর।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.