আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আষাঢ়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১১:৩৪:৫৫

:: মো. মিজাহারুল ইসলাম ::

আকাশে মেঘের আলপনা এঁকে- আঁধারে ঢেকে চারিধার
আষাঢ়ে বাদল বাজিয়ে মাদল- এলো বর্ষার ঠিকাদার।

পেখম মেলিয়া উড়িয়াছে মেঘ দাঁড়াবার নেই অবসর
ঝুমঝুম ঝরে বাদলের ধারা নাহিয়া চলেছে দিনভর।

গগনে গর্জে ঘন মেঘ- পরনে বিজলীর দ্যুতি
ফোঁটায় ফোঁটায় খসিয়া পড়েছে আজ হীরা মতি।

খসিয়া পড়েছে জল বুনোপথ- কদম্ব ফুল বনে
ছল ছল জল চলে চঞ্চল- নিরালায় নির্জনে।

চঞ্চল চলেছে বর্ষার জল- গড়িয়ে নদীর বুকে
পথের ধুঁলি জড়ায়ে গায়ে কাঁদা মাখা মুখে।

নায়ের বহর নোঙর ফেলেছে- ঘুমিয়েছে মাঝি তার
জনহীন নদী তটে আজ- বন্ধ খেয়া পারাপার।

পথ প্রান্তর ভিজে মন্থর- চলেছে মেঘ কেঁদে
থেমেছে কাল নাগরিক হালচাল- সব আষাঢ়ের ফাঁদে।

শেয়ার করুন

আপনার মতামত দিন