আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রুদ্রমূর্তি কাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৩ ১১:৪৬:১২

:: মো. মিজাহারুল ইসলাম ::

দূর ছায়াপথ নীহারিকা ছাড়ি মাথার নিকটে আসি
চৈত্রের রবি আষাঢ়ে আসিয়া হাসিল নিঠুর হাসি।

জলে স্থলে বনে-জঙ্গলে- প্রাণের চিহ্ন খুঁজি
আকাশ হতে নিয়ত ছুড়েছে- আগুনের তীর বুঝি।

প্রচন্ড রোদ প্রখর দহের- প্রকান্ড এক খেলা
বাঁচা-মরার এই খেলাতে বিশ্ব যেন কারবালা।

কুন্ডলীর মত ঘিরেছে আগুন- গগন থেকে বায় 
অগ্নি তাওয়াই সেঁকে জীবন- ঘুরেছে সদা অসহায়।

তপ্ত হাওয়ার ইন্ধনে আজ হাজার যুগের তাপ
সবুজ পাতার নিশ্বাসে চলে- তারি মরণের অভিশাপ।

অভিশাপ দেয় পথের পথিক- আকাশের দিক ফিরে
হাহাকার জেগে ক্রমশ মিলায়- দূর দিগন্ত ঘিরে।

দিগন্ত ছেয়ে বৃষ্টি নামুক -পাতিয়া মেঘের জাল
আষাঢ়ের মেঘে ভেসে যাক দাহ- রুদ্রমূর্তি কাল।

তাং- ২২/০৬/১৯ সিলেট।

শেয়ার করুন

আপনার মতামত দিন