আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

বীরাঙ্গনা বাংলাদেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ০১:০৫:৪৩

১০-৭-১৯ রাত ৩ টা বেজে ১৫ মিনিট
ডঃ মোঃ নিজাম উদ্দিন

আচ্ছা তুমি যদি আমার মা হতে,
আমি হতাম অজ্ঞাত-অপয়া এক সন্তান-
যদি হতে বোন,
হতাম অভিশপ্ত ভাই-
হওনি আমার স্ত্রী,
তাই পেতে হয়নি একঘরে হবার শাস্তি.
তথাকথিত সমাজ হতে-
তোমার বাবা হবার কষ্ট ধারণ করার ক্ষমতা আমার ছিল না-

তোমার আত্মাটা তো তখনো নিষ্কলুষ-
ঠিক মত চোখ খুলে দুনিয়াটা দেখনি-
তাহলে ওরা তোমাতে কি দেখলো-
কতটা ভয়াবহ ব্যঘ্র থাবায়-
কতটা হিংস্রতায় মাংস থুবলে নেবার নেশায়-
কতটা বর্বর নেকড়ে-হায়ানার বাসনায়-
তোমার পানে চোখ তুললো-
ওদের ওতো পোষাক পড়া ছিলো, লজ্জা (!) ঢাকা ছিলো-
ওদের ওতো মা-বোন ছিলো-
ওদের ওতো পর্দায় ঢাকা চক্ষু ছিলো-

এই সমাজ কি সব মেনে নেয়?
এই সমাজ কি সব মনে নেয়?
এই সমাজ কি সব হালাল করে?
এক অদ্ভূত আস্তানায় আমাদের বাস,
যার সামনে খোলা, পেছনে খোলা-
উপড়ে খোলা, এমনকি নীচেও-
কোথাও লোকাবার এতটুকু জায়গা নেই-
নেই মায়ের কাছে সাত বছরের মেয়ের-
স্বামীর কাছে সুন্দরী বউ এর-
ভাইয়ের কাছে নিষ্পাপ বোনের-
বাতাসে শুধুই দুর্গন্ধ-শুধুই হাহাকার-শুধুই নষ্টাচার-
বিবেক নির্লিপ্ত, শব্দ-প্রতিবাদহীন এক জগতে আমাদের বিচরণ-
হৃদয়হীন এক রাজ্যে আমাদের সংসার-
আলোহীন এক জীবন্ত কবরে আমাদের শয়ন কক্ষ-
বুঝি না বেঁচে আছি, নাকি মরে গেছি-
জেগে আছি, নাকি ঘুমিয়েই বাঁচি-
উট পাখির মত ঠোঁট বালিতে আর কতদিন?

আচ্ছা তোমরা-তো আমার মা’র-ই জাত-
বোনের-ই প্রতিচ্ছবি, মেয়ের-ই অবয়ব -
তাহলে? প্রশ্ন ফেরে প্রশ্ন হয়ে -
উত্তর লুকায় লোকালয় হতে সুদূরে-
একাকী কাঁদে গুমড়ে-ডুকরে -

এই উপেক্ষিত সমাজে ভয়ংকর-অপেক্ষায় কাটে প্রতিটি প্রহর-
কখন ধর্ষিত হবে আমার চিরচেনা সবকিছু -
ধর্ষিত হবে বয়ে যাওয়া নদী, থেমে যাবে ওর চলার পথ-
ধর্ষিত হবে গোলাপের সৌন্দর্য, অভিমান আর কষ্টে কলিতেই ঝড়ে যাবে-
ধর্ষিত হবে সুর্যের আলো, আঁধারে তলিয়ে যাবে এ ধরা-
ধর্ষিত হবে মানবতা-

ধর্ষিতা লাশের উপর এক পা, দু' পা করে-
চলতে অভ্যস্ত হয়ে যাবো আমরা-
মানিয়ে নেবে এই সমাজ-
লজ্জিত হবে লজ্জা -
লজ্জিত হবে বিবেক-
লজ্জিত হবে এক নিষ্পাপ দেশঃ বাংলাদেশ-
সায়মা-দের চির-নিদ্রায় -
জন্ম নেবে এক নতুন প্রজন্ম, নতুন সমাজ-
এক নতুন স্বাধীন দেশ, এক বীরাঙ্গনা বাংলাদেশ ।।

শেয়ার করুন

আপনার মতামত দিন