আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

রক্তদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১১:৫১:৩৯

রক্তদান
:: মো. জুমান হোসেন ::

রক্তদানে জীবন বাচে, হাসে মানবকুল
রক্তদানে নতুন কণিকার জন্ম হয় প্রচুর
রক্তদানে কমে হৃদরোগের ঝুঁকি
রক্তদানে থাকে ভালো হার্ট আর লিভার

রক্তদানে জানা যায় শরীরে আছে রোগ কি না
রক্তদানে কমে কোলস্টেরলের উপস্থিতি
রক্তদানে স্থূলদেহী মানুষের ওজন কমে
মুমূর্ষুকে রক্তদানে মেলে মানসিক তৃপ্তি

নিয়মিত রক্তদানে কমে ক্যান্সারে ঝুঁকি
রক্তদানে পাওয়া যায় সওয়াব আর পুণ্য
নিয়মিত রক্তদান বাঁচাতে পারে অনেক প্রাণ
রক্তদানে জাগ্রত হয় মানবিক অনুভুতি

রক্তদানে বাঁচে গর্ভবতি মায়ের প্রাণ
রক্তদানে বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা
রক্তদানে অটুট হয় সামাজিক অঙ্গীকার
রক্তদানে পাওয়া যায় মানুষের ভালোবাসা

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার দিতে চান তাহলে করেন অসহায় রোগীকে রক্তদান

@

শেয়ার করুন

আপনার মতামত দিন