Sylhet View 24 PRINT

ভুলের মাসুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২৪ ০১:১২:১৬

|| ড. মো. নিজাম উদ্দিন ||

দ্বিপ্রহর
ভুলে যাবো তোমায়, ছোট্ট একটা ভুলের মাসুল গুনতে গিয়ে-
শুলে চরাবো নিজেকে, দগ্ধ আত্মার চির মুক্তির খোঁজে-
স্বপ্নকে বানাবো দুঃস্বপ্ন, তৃষ্ণাকে মেটাবো বিতৃষ্ণায়-
রজনীকে সাজাবো বিনিদ্রতায়, পূর্ণিমায় একে দেবো কলঙ্কের ছোপ-
সুখ ভাবনা ছুড়ে অসুখ বেছে নেবো-
অনিয়ম করে হৃদয়ে মরনঘাতি ক্যন্সার ছড়াবো ।।

তারপর! তারপর দেখবো তোমার জয়ের উল্লাস-
বেহিসাবী অবহেলার পংক্তি ভরা অজস্র অবিশ্বাস-
চোখের ইশারায় মন-খুন এর নিদারুণ বাহাস-
আবেগ দুমড়ে মুচড়ে দেওয়া অহংকারের অন্তর্বাস –
মুখোশে ঢাকা ছলনার ছড়িয়ে পড়া ছিন্নভিন্ন নির্যাস।।

আমি আবারও জন্ম নেবো,
তোমার হেয়ালীর ভেলায় নিজেকে ভাসাবো,
সেবার-ও কি তোমার প্রতিশোধের পরিশ্রান্ত হবে না?
আঁচল ভেজাবে না লোকানো অশ্রুজলে?
পরিশুদ্ধ আমাকে কাছে ডাকবে না?
অতৃপ্ত-তৃষ্ণার্ত আমাকে কি তখনো শূন্য হাতে ফেরাবে?
ছোট্ট ভুলের প্রায়শ্চিত্ত করতে, পরিশুদ্ধ হতে,
আর কতবার আমাকে জন্মাতে হবে?

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.