আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

হৃদয়ে রক্তক্ষরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ১৭:০৪:২২


|| শাকির আহমদ ||


আমি স্তম্ভিত ।।
আমি বাকরুদ্ধ ।।

আমি হতাশায় নিমজ্জিত
বেঁচে থাকা এক নিষ্প্রাণ।
অসহায়ত্বের প্রবল আঘাত
আমার শরীরকে করেছে গ্রাস।
আমার কান্নার কোন শব্দ নাই,
চোখ থেকে পানিও বের হয় না।
শুধু নির্মমতার নিষ্ঠুর গ্লানী
আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়।

আমারও আছে সন্তান
চাই তার নিরাপদ বাসস্থান।
যেখানে থাকবে না
দূর্ঘটনা নামক ভয়ঙ্কর কালো অধ্যায়।
চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তায়
সবুজ অরণ্যে ঘেরা বসুধা।

‘আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো মা গো তুমি
তাই বেশী ভালোবাসি।’

-শেষের প্যারাটি প্রিন্স মাহমুদের রচিত ‘বাংলাদেশ’ গান থেকে নেয়া।

লেখক :: নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন