Sylhet View 24 PRINT

মাতুব্বর তোফায়েলের তিনটি বই একুশের মেলায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-০৫ ২২:২৫:৪৭

লেখক, কবি ও কথা সাহিত্যিক মাতুব্বর তোফায়েল হোসেন এর তিনটি বই প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলা ২০২০-এ।

বই তিনটির নাম- ‌‘একটি শ্লীলতাহানির মামলা’,  ‘রাজনীতির কবি কথা’ ও ‘ফিরে দেখা বঙ্গবন্ধু’।

‘একটি শ্লীলতাহানির মামলা’ একটি উপন্যাস। এই উপন্যাসটি ফেসবুকে ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন লেখক। বই আকারে পাওয়া যাবে পারিজাত প্রকাশনীর স্টলে। প্রকাশক শাহরিয়াল সামির মুন্না।

‘রাজনীতির কবি কথা’ মূলত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর শিশুতোষ গ্রন্থ। আঙ্গিকের হিসেবে এটিকে উপন্যাস বলা যায়। শিশুদের উপযোগী করে লেখা হলেও বড়দের জন্যও সুখপাঠ্য হবে বইটি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখক কতটা অনুভূতিপ্রবণ তা যেমন আমরা বাস্তব জীবনে দেখতে পাই, তেমনি তার লেখার মাধ্যমেও ফুটে ওঠে।

‘ফিরে দেখা বঙ্গবন্ধু’ ৮টি প্রবন্ধের সংকলন। ইতিহাসের দায় থেকে প্রবন্ধগুলো লিখিত। সুগভীর চিন্তার খোরাক রয়েছে বইটিতে। এ বইয়ের ভূমিকা লিখেছেন কবি-লেখক-গবেষক সৈয়দ জাহিদ হাসান।

বঙ্গবন্ধুর উপর লিখিত বই দুটি মুজিববর্ষ উপলক্ষ্যে প্রকাশ করেছে গৌরব প্রকাশনী। বইমেলায় এ প্রকাশনীর স্টল তিনটির নম্বর ৪০১, ৪০২ ও ৪০৩।

আমাদের সিলেটভিউর নিয়মিত লেখক মাতুব্বর তোফায়েল হোসেনের বইগুলো পাঠকপ্রিয়তা পাবে এই কামনা করছি। বই কিনুন বই পড়ুন।

সিলেটভিউ২৪ডটকম/৫ ফেব্রুয়ারি ২০২০/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.