Sylhet View 24 PRINT

সাঈদ আজাদের বিষন্ন জোছনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-০৯ ২২:০৮:৩১

সিলেটভিউ ডেস্ক :: তরুণ কথাশিল্পী সাঈদ আজাদ। সমাজের অবহেলিত প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা, আশা-হতাশা, স্বপ্ন-ভালোবাসা নিয়ে লিখেন তিনি। তাঁর গদ্যশৈলী ইতোমধ্যে পাঠকের মন কেড়েছে। তাঁর প্রথম উপন্যাস ‘অগ্নিপ্রভাত’। উপন্যাসটি, তরুণ কথাশিল্পীদের নিয়ে অপ্রকাশিত প্রথম উপন্যাস হিসেবে শব্দঘর-অন্যপ্রকাশের কথাশিল্পী অন্বষণে সেরা নির্বাচিত হয়েছিল।

চলতি বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় উপন্যাস ‘বিষন্ন জোছনা’। এ উপন্যাসে বর্ণিত হয়েছে কিছু মানুষের মনোবেদনার আখ্যান। এর মূল উপজীব্য ভালোবাসার অদেখা অমূল্য অনুভূতি। ভাগ্যবান সে, সত্যিকারের ভালোবাসা জীবনে যে পায়। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল। কেউ বুঝতে শেখার পর থেকে খুঁজতে থাকে ভালোবাসা। কেউ ভালোবাসা পেয়েও অবহেলায় এড়িয়ে যায়। কেউ বুকের মধ্যে প্রবল তৃষ্ণা নিয়ে প্রতীক্ষায় দিন গুনে, কখন ভালোবাসা তার বুকের দরজায় কড়া নাড়বে।

বিষন্ন জোছনা হয়তো ভালোবাসার গল্প। হয়তো স্বার্থের গল্প। হয়তো পাওয়া না পাওয়ার হিসাব মিলানোর উপাখ্যান। বিষন্ন জোছনার ম্নান আলোতে ভালোবাসার স্বরূপ খুঁজে বেড়ায় বায়জিদ। জামান। ভালোবাসার অপেক্ষায় দিন কাটে জোনাকির। সায়রার। অম্বিয়ার। তৌফিকের। তারা কি পায় তাদের আকাক্সিক্ষত সেই আস্বাদ? ক’জন অসুখী মানুষের গল্প সুচারুভাবে তুলে ধরা হয়েছে বিষন্ন জোছনায়। বইটি প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশনী। প্রচ্ছদ : তৃত। ৩৮৪ পৃষ্ঠার বইটির দাম ৬০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় ৩৬৩ নম্বর স্টলে।
সিলেটভিউ২৪ডটকম/ ০৯ ফেব্রæয়ারি ২০২০/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.