আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বইমেলায় বেরিয়েছে আতাউর রহমান আফতাবের কাব্যগ্রন্থ ‘তারুণ্যে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ০০:২৯:৫১

সিলেটভিউ ডেস্ক :: কবি ও সাহিত্যিক আতাউর রহমনান আফতাবের কাব্যগ্রন্থ তারুণ্যে প্রকাশ হয়েছে।

অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে ৬৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে সিলেটের বাসিয়া প্রকাশনী। বইটিতে ছোটবড় মিলিয়ে মোট ৫৬টি কবিতা স্থান পেয়েছে। এরমধ্যে আছে কয়েকটা লিমেরিক। প্রেম-প্রকৃতি আর জীবনের ভাঙা-গড়ার প্রতিচ্ছবি ‘তারুণ্যে’। বইটির রঙিন প্রচ্ছদ করেছেন অবিনাশ আচার্য। ৮০ গ্রাম অফসেট কাগজে মুদ্রিত বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

একুশে বইমেলায় বাসিয়া প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে ‘তারুণ্যে।’ মেলা শেষে সিলেটের জনপ্রিয় লাইব্রেরিগুলোতে বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন কবি ও প্রকাশক। এটি তার দশম গ্রন্থ ও পঞ্চম কাব্যগ্রন্থ। আতাউর রহমান আফতাব ১৯৬০ সালের ৪ ফেব্রুয়ারি বিয়ানীবাজারের দেবারাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আরকুম আলী ও মা হাওয়ারুন নেছা।

তিনি ১৯৭৯ সাল থেকে লেখালেখির সাথে জড়িত। ৩৯ বছর শিক্ষকতা শেষে সম্প্রতি তিনি একজন প্রভাষক হিসাবে অবসর গ্রহণ করেছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল মৌলভীবাজারের সুজাউল আলিয়া মাদ্রাসা। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক।

বিস্তারিত আলাপচারিতায় কবি বইটির ব্যাপক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন