আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

দিল্লিতে কাঁদে মানবতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৮ ২১:৪৫:৩৮




|| নিজাম উদ্দিন স্বপন ||

যমুনা-গঙ্গা ছুঁয়েছ দিল্লি, ছুঁয়ে দেখ একবার মানবতা,
তোমার বুকে বহে রক্ত বন্যা, আলোকিত ধর্মের কুসংস্কার কান্না।
তুমি ধুয়ে নাও শাপ, ওদের মনেতে যত পাপ
ধর্মে ধর্মে যারা করে বিভেদের অপলাপ।
যারা ভাবে ভাঙলে-পুড়লে ইট-সুরকি গড়া মসজিদ মন্দির,
ভেঙে যাবে হৃদয়ের বিশ্বাস, আঁধারে ওরা অস্থির।
মিনার-এ টাঙালে পতাকার, মূল্য কি বাড়ে?
বাবা হারা ভাই-বোনের আহাজারির তোড়ে।
একভুমে বসবাস করে কে হে তুমি নিশাচর? লাগাও ধর্মের লেবাস।
একভুমে-ই মিশবে জেনেও, পোড়াও প্রতিবেশীর জীবন্ত লাশ।
ধর্মকে পুঁজি করো, স্বীয় স্বার্থসিদ্ধি পেতে,
অন্যের ধর্মকে অপমান করো, কোন ধর্ম মতে?
পিতা-মাতা পেরেছে কি দিতে তোমার রক্তের রঙ ভিন্ন?
তার মরণ খাটিয়া, তোমার চীতার রঙ কেন তবে অভিন্ন?
এক বাতাসে-ই শক্তি পাও, এক জলেতে-ই প্রাণ,
কিসের তরে? কোথায় খেদাও তারে? তোমার  কিসের অভিমান?
“আল্লাহু আকবর” আর “জয় শ্রীরাম” এর ব্যাবধান কি যোজন মাইল দূর?
উৎস তোমার এক-ই জানি, মিলবে পথের শেষে, এক ঠিকানাতেই সুরাসুর।


@

শেয়ার করুন

আপনার মতামত দিন