Sylhet View 24 PRINT

বিচলিত মানব

:: নিজাম উদ্দিন স্বপন ::

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১৫ ০১:০০:৫৪

বিচলিত মানব
:: নিজাম উদ্দিন স্বপন ::


সেই সার্স থেকে শুরু করোনা তে বর্তমান,
ভাইরাল হলো ভাইরাস,
দুই হাজার এর দুই হতে বিশ,
চীন হতে এলো দুই ধনবান, নিষ্ঠুর বলবান…
মাঝে চিকনগুনিয়া আর ডেঙ্গু, নিমিষেই করে পঙ্গু,
ক্ষণিকে বদলায় রূপ, কি যে ভয়ানক বিদ্রূপ,
কাঁপে থরথর, ভিখারী থেকে সিংহাসনধারী,
ধ্বংসে মেতেছে এশিয়া হতে ইউরোপ …
অস্ট্রেলিয়া হতে ছুটেছে আমেরিকা,
অচেনা অজানা মরণাস্ত্র এই দানব,
বিচলিত মানব,
এই বুঝি প্রাণ, ধরে দেয় টান…
প্রিয় জনের আহাজারিতে কাঁদে মানসী,
ভয়ে পালায় পড়শি, ফাঁদে না পরে পিছে,
লাশ রয় রাস্তায়, ফেলে রাখে বস্তায়,
প্রকৃতির রুঢ় রূপ, দেখে করে নিয়তিরে দোষারুপ...
সচেতন হও সবে, অবচেতন এই ভবে,
পশু-পাখি হতে সাবধান, মেনে চলো প্রকৃতির অনুশাসন…
বোধ আনো হৃদয়ে কায়ায়, বিধাতা চাইলে নিশ্চিহ্ন হবে ইশারায়,
তোমাদের প্রতিপত্তি, রাজ্যের শত শক্তি,
পারবেনা ফেরাতে, কোন কিছুই আটকাতে,
এক সুর এক গান, নতশিরে মৃয়মান,
যেতে হবে তাঁর-ই কাছে........
যারা ফিরে গেছে আপনা ঘরে, তাদেরে রেখো প্রভু নির্ভারে,
দেহে আছে যতটুকু জান, এ যে তারি করুণার দান,
মুক্তি পেতে, করোনার মত অসংখ্য নমুনা হতে,
ভিখ মাগো তারি করুণা, হও সর্বোচ্চ সাবধান , করো তাঁর অনুসন্ধান,
প্রার্থনা আর মার্জনা, সময়ে-ই নাও জেনে-খোজে তাঁর ঠিকানা…


লেখক: অধ্যাপক ড. নিজাম উদ্দিন স্বপন, শাবিপ্রবি
ইমেইল: nizam3472@yahoo.com

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.