আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

একক সত্তায় এ বিশ্ব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১৯:৫৭:০২




ড. মো. নিজাম উদ্দিন স্বপন


অভিন্ন স্বরে কথা, শান্ত কণ্ঠের বাক্যলাপ,
অনুরোধ-উপরোধ, বিরহ-প্রণয় সবখানেই এক সংলাপ,
সকল অপেক্ষা-উৎযাপনের এক ভেন্যু এক মেন্যু,
এক অভুতপূর্ব দৃশ্য...

নেই হুমকি-ধামকি, কথার মারপ্যাঁচ, সবাই ন্যস্ত এক বিন্দুতে,
যেন এক বিশ্বে এক দেশ, এক পরিচয়ে এক বেশ,
এক অকল্পনীয় একাত্মতা...

অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, স্বল্প পাল্লার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র,
আকাশপথ-জলপথ-স্থলপথ, সব যেন আজ হাহাকারে একাকার রথ,
বর্ণ সাদা-ধূসর-কালো, বাহুবল, কেউ আজ করে না পার্থক্যের ডামাডোল,

এক অদ্বিতীয় আত্মা...
কাশ্মীর-ফিলিস্তিন, তিব্বত-তাইওয়ান নিয়ে প্রশ্ন নেই কারও,
ব্যস্ত সবাই এক নিস্তব্দ নগরীর অন্বেষণে,
এক বিদগ্ধ দুঃস্বপ্ন প্লাবনে একই নৌকায় ভেসে ভেসে পারাপার,
এক অন্য ভুবন...

সকাল-দুপুর-রাত শুধুই কারফিউ, ঘর-বাহির যেন নিরব নিবিড় আচ্ছাদনে,
কি এক মোহে, মহাজাগতিক ডাকে মৃয়মান,
ভেজাল-জটিল-কুটিল শব্দগুলো ফুরুৎ করে উধাও,
এক পবিত্র ধরণী...

সরকারি-বিরোধী দল, বিশ্বাসী-অবিশ্বাসী মনোবল, এক কাতারে,
বন্দুক-কামান, প্রিয়-অপ্রিয়, জোর-জবরদস্তি, সবই আজ শুধুই সহানুভুতি,
কবিতা-গল্প, উপন্যাস-বাহাস যেন মিশে গেছে এক সুতোয়,
এক বিনিদ্র অবয়ব...

নষ্ট-পাপিষ্ঠ, সতী-পতিতা সবাই পাশাপাশি একজনের অপেক্ষাতে,
ওই আকাশের দিকে তাকিয়ে,
কখন আসমান ভেদ করে আওয়াজ উঠবে, পাঠাবে তাঁর ঐশ্বরিক বাণী,
তোমরা কি শুনো-নাই? তোমরা কি ভাবো নাই?
আমি আছি একজন-ই,
নাটাই আমার-ই হাতে,

তোমরা সবাই উড় ক্ষণিকের তরে, আমার কাছে-ই ফেরো দিনান্তে
তোমার বর্তমান আস্তানায়  তুমি নিঃস্ব
একক সত্তা মেনে ঠিকানা আঁক মানচিত্রে এ বিশ্ব

-পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন